স্টুডেন্ট একাউন্ট তৈরী করা

এখন থেকে সেমিস্টার রেজিস্ট্রেশন অনলাইন হওয়ায় প্রত্যেককেই ওয়েবসাইটে স্টুডেন্ট একাউন্ট তৈরী করে নিতে হবে। স্টুডেন্ট একাউন্ট দিয়ে ওয়েবসাইটে সাইন ইন থাকা অবস্থায় সেমিস্টার রেজিস্ট্রেশনের পাশাপাশি নিজের রেজাল্টও খুব সহজেই দেখে ফেলা যায়।

একাউন্ট তৈরীর জন্য প্রথমেই এই লিঙ্কে যেতে হবেঃ lus.ac.bd/student-registration/

রেজিস্ট্রেশন পেইজে Student ID এবং Date of Birth লিখে Continue বাটনে ক্লিক করলে নিচের মত আসবেঃ

এখন পর্যন্ত ঠিক ঠাক থাকলে ফরমে নিজের নাম দেখা যাবে এবং Email ফিল্ডে ইমেইল এড্রেস লিখে Register ক্লিক করতে হবে। একাউন্ট এক্টিভ করার জন্য এই ইমেইল এড্রেস অত্যন্ত জরুরী। তাই এখানে এমন ইমেইল এড্রেস দিতে হবে যেটা সব সময় ব্যবহার করেন।

 

Screen Shot 2015-10-07 at 8.18.39 PM
নির্ভুল ভাবে রেজিস্ট্রেশন করলে এরকম একটি ম্যাসেজ দেখা যাবে।

 

একাউন্ট এক্টিভেশন

সদ্য তৈরী করা এই একাউন্ট একটিভ করে নিলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। আগের কাজগুলো শেষ করার পর পরই লিডিং ইউনিভার্সিটি থেকে একটি ইমেইল পাবেন। ইমেইল inbox এ না আসলে অনেক সময় spam/junk ফোল্ডারে চলে যায়। কিছু কিছু ইমেইল সার্ভিস প্রোভাইডার যেমন hotmail.com অনেক সময় ইমেইল রিজেক্ট করে দেয়, সেক্ষেত্রেও ইমেইল আসেনা। Spam/junk এ ইমেইল পাওয়া না গেলে কিছুক্ষন অপেক্ষা করেও যদি কাজ না হয় তাহলে হয়তো ইমেইল এড্রেস ভুল হয়েছে অথবা ইমেইল সার্ভিস প্রোভাইডার সেটা রিজেক্ট করেছে। এরকম কিছু হলে বিকল্প ইমেইল একাউন্ট দিয়ে আবার রেজিস্ট্রেশন করে নিতে হবে। সাধারণত gmail.com এ এরকম কোন সমস্যা হয়না, তাই এক্ষেত্রে Gmail ব্যবহারের পরামর্শ রইল।

Screen_Shot_2015-10-07_at_8_22_31_PM

লিঙ্কে ক্লিক করে সেটা অপেন করলেই পাসওয়ার্ড সেট করার পেইজ আসবে।

Screen_Shot_2015-10-07_at_8_23_14_PM

এখানে New password ফিল্ডে আপনি কী পাসওয়ার্ড দিতে চান সেটা লিখুন। পাসওয়ার্ড যত জটিল হবে ততই ভাল এবং এটা অন্য যেকোন সাইটে ব্যবহৃত পাসওয়ার্ডের থেকে আলাদা হওয়া উচিৎ।

Repeat new password -এ একই পাসওয়ার্ড আবারও লিখতে হবে। এবং সবশেষে Reset Password ক্লিক করলে পাসওয়ার্ড সেট হয়ে যাবে এবং একাউন্ট এক্টিভেট হয়ে যাবে।

 

লগইন করা

পাসওয়ার্ড রিসেট হয়ে গেলে লগ ইন পেইজ চলে আসবে।

Screen_Shot_2015-10-07_at_8_23_56_PM

Username ফিল্ডে নিজের স্টুডেন্ট আইডি এবং Password এ আপনার পাসওয়ার্ড দিয়ে Log In ক্লিক করলেই লগ ইন হয়ে আবার হোম পেইজে চলে যাবে। কাজ শেষ মেন্যুবারে দেয়া লিঙ্ক থেকে Log Out করা যাবে।

Screen_Shot_2015-10-07_at_8_24_24_PM

 

পরবর্তীতে লগইন করতে চাইলে Student Portal থেকে Log In ক্লিক করতে হবে। তাহলে লগীন পেইজ চলে আসবে।

Screen_Shot_2015-10-07_at_10_36_30_PM

 

 

যেভাবে সেমিস্টার রেজিস্ট্রেশন করতে হবে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.