শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০১৬ লিডিং ইউনিভার্সিটি এক ব্যাপক কর্মসূচী নিয়েছে। কর্মসূচীর মধ্যে ১৪ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৯:৩০টায় বিশ্ববিদ্যালয়ের সুরমা টাওয়ারস্থ ক্যাম্পাস থেকে এক বর্নাঢ্য র্যালি শুরু হয়ে ১০টায় কেন্দ্রিয় শহিদ মিনারে পুষ্পস্তপক অর্পণ এবং সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।