লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীর ইনোভেশন হাব প্রোগ্রামে সাফল্য

ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম (ইউআইএইচপি) কোহোর্ট থ্রিতে সর্বোচ্চ ফান্ডিং অর্জন করেছে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মাজেদুল ইসলাম নাঈম ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম (UIHP) কোহোর্ট থ্রি-তে অসাধারণ সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA), আইসিটি বিভাগ এবং বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগের আওতায় ০৮ ই মার্চ ২০২৫ সর্বোচ্চ ফান্ডিং নিশ্চিত করেছে।

তার উদ্ভাবনী প্রকল্পটি স্যানিটারি ন্যাপকিন পুনর্ব্যবহার প্রক্রিয়া নিয়ে কাজ করে। এই প্রকল্পের মাধ্যমে একটি স্বয়ংক্রিয় সংগ্রহ ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের হল ও গার্মেন্টস কারখানা থেকে ব্যবহৃত ন্যাপকিন সংগ্রহ করবে। পরবর্তীতে, সংগ্রহ করা উপকরণ থেকে তুলা ও প্লাস্টিক পৃথক করা হবে, যা পুনরায় নতুন স্যানিটারি ন্যাপকিন তৈরিতে ব্যবহার করা হবে। অপরদিকে, অব্যবহারযোগ্য বর্জ্য তৃতীয় পক্ষের ক্রেতাদের কাছে বিক্রি করা হবে।

শিক্ষার্থীদের নাঈমের এই কৃতিত্বে তাকে অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোরশেদুল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম এবং প্রক্টর মো. মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তবৃন্দ। এসময় তাঁরা মাজেদুল ইসলাম নাঈমের এই অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয় উল্লেখ করেন এবং প্রকল্পটি আরও উন্নত করার জন্য তাকে উৎসাহ প্রদান করেন। লিডিং ইউনিভার্সিটি এ ধরনের উদ্ভাবনী উদ্যোগকে আরো পৃষ্ঠপোষকতা প্রদান করবে বলেও জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.