সবাই দায়িত্ব নিয়ে সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে হবে বলে উল্লেখ করেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। সোমবার (০৫ আগস্ট ২০২২) সকালে লিডিং ইউনিভার্সিটির গ্যালারি-১ এ বিশ্ববিদ্যালয়ে সদ্য যোগ দেওয়া শিক্ষকদের Foundation Training অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লিডিং ইউনিভার্সিটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভালো করছে। এ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে নিতে শিক্ষকদের ভূমিকা অনেক। তাই শিক্ষকদেরকে দায়িত্ব নিয়ে কাজ করার আহবান জানান।
সন্মানিত অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন, বিশ্ববিদ্যালয়ের হলো নলেজ ক্রিয়েটের জায়গা, শুধু লেকচার ডেলিভারি দিলে হবে না। শিক্ষার্থীদের কাছ থেকে জানতে তারা কি শিখছে এবং শিখতে চাচ্ছে। তাদেরকে নতুন নতুন আইডিয়া তৈরি করতে উৎসাহ দিতে হবে।
সেভাবেই আমাদের কারিকুলাম তৈরি করতে হবে। শিক্ষকদের Objective and Aim বিশ্ববিদ্যালয়ের সাথে মিল রেখে শিক্ষার্থীদের মধ্যে উপস্থাপন করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার জনাব বনমালী ভৌমিক এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই। এতে আরও বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সৈয়দা জেরিনা হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান।
টেকনিক্যাল সেশনে উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা ‘Pedagogy for the 21st Century’ বিষয়ে শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। টেকনিক্যাল সেশনে ‘Etiquette and Manners of a University Teacher’ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার জনাব বনমালী ভৌমিক। তিনি বলেন, শিক্ষা আচরণের পরিবর্তন ঘটায়। আর শিক্ষক হলেন শিক্ষার্থীদের জন্য রোল মডেল। তাই শিক্ষকদের পাঠদান, সামাজিক যোগাযোগসহ প্রতিটিক্ষেত্রে এমনভাবে নিজেকে উপস্থাপন করতে হবে যা থেকে শিক্ষার্থীরা ভালো কিছু শিখতে পারে। এতে ‘Student Assessment, Evaluation and Examination Process’ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, ‘Preparing Question Papers, Assessment and Evaluation Programs at Leading University’ বিষয়ে এবং ‘Roles of a University Teacher and Implications of Publications’ বিষয়ে উপস্থাপন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা।
লিডিং ইউনিভার্সিটির Institutional Quality Assurence Cell (IQAC) এর উদ্যোগে শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেইনিং এ সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক ড. মো. রেজাউল করিম। এতে সহযোগিতা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. রাশেদুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।