লিডিং ইউনিভার্সিটির ৬৩তম সিন্ডিকেট সভা ০৮ ফেব্রæয়ারি ২০২০ শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী। এতে লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল মনোনীত সদস্য ইউনিভার্সিটি অব এসিয়া প্যাসিফিক এর উপ-উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির, লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডীন প্রফেসর নাসির উদ্দিন আহমেদ, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি রাজন দাশ, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মনোনীত সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. কবির হোসেন এবং লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব) মো. শাহ আলম, পিএসসি, উপস্থিত ছিলেন।
সিন্ডিকেট সভায় ০৭ ফেব্রæয়ারি ২০২০ শুক্রবার অনুষ্ঠিত লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল এর ২৭তম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন, এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।