লিডিং ইউনিভার্সিটির সামার ২০২২ সেমিস্টারের ক্লাস বুধবার ১০ আগস্ট থেকে শুরু হবে। এ সেমিস্টারে বিভিন্ন প্রোগ্রামে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ১৭ আগস্ট ২০২২ বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। নবীনদের ক্লাস শুরু হবে ১৭ আগস্ট থেকে।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক রিভিউ কমিটির এক সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।