লিডিং ইউনিভার্সিটির সাথে সেইবার ট্রাভেল নেটওয়ার্কের সমঝোতা চুক্তি স্বাক্ষর

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং সেইবার এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেডের যৌথ মালিকানাধীন একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি সেইবার ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেড এর সাথে লিডিং ইউনিভার্সিটির একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

লিডিং ইউনিভার্সিটির ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের উদ‍্যোগে বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ
আয়োজিত দু’দিনব‍্যাপী ‘SABRE GDS IN RESERVATION & TICKETING ‘ এর উপর সমঝোতা চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। তিনি এধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের দক্ষতা বাড়ায় উল্লেখ করে বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে লিডিং ইউনিভার্সিটির পারস্পরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে যা আগামীতে আরও সুদৃঢ় হবে। তিনি সেইবার ট্রাভেল নেটওয়ার্ক  বাংলাদেশ লিমিটেডকে লিডিং ইউনিভার্সিটিতে এসে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করার জন‍্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে সেইবার ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি জ‍্যানারেল ম‍্যানেজার এন্ড সিইও মোহাম্মদ সাইফুল হক বলেন, সেইবার ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেড একটি টিকিট সংরক্ষণ এবং অন্যান্য আনুষঙ্গিক পরিষেবাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশীয় এবং আন্তর্জাতিক বিমান সংস্থা এবং স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলির সাথে সফলতার সাথে কাজ করে আসছে। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটসহ সারাদেশে সেইবার বাংলাদেশের একটি শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশে শিক্ষা প্রসার ও স্বাস্থ্য সেবাখাতে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর যে অবদান রয়েছে তা অনস্বীকার্য। সমাজ উন্নয়নেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান ও সনদ কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। বাংলাদেশে প্রথমবারেরমত এধরনের প্রশিক্ষণের উদ‍্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি লিডিং ইউনিভার্সিটির ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের  রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।

ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেইবার ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেডের কাস্টমার সাপোর্ট এবং ট্রেইনিং ডিপার্টমেন্টের সহকারি ম‍্যানেজার মোহাম্মদ সাইফুল্লাহ রাব্বি, ম‍্যানেজার (সেলস) ফরহাদ আহমেদ চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং ট‍্যুরিজম এবং হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের সহকারি অধ‍্যাপক মিসেস জুহুরা জামিন জুহা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.