লিডিং ইউনিভার্সিটির রাবেয়া খাতুন চৌধুরী সেন্ট্রাল লাইব্রেরি সমৃদ্ধকরণ উপলক্ষ্যে বই সংগ্রস কর্মসূচি-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জানুয়ারি ২০২৩) বিকাল ২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিকের ব্যক্তিগতভাবে সংগ্রহ করা দুইশতাধীক বই লাইব্রেরিতে প্রদানের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশেষ অতিথি হিসেবে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই উপস্থিত ছিলেন।
অনূষ্ঠানে বিভিন্ন ধরনের বই প্রদান করতে ইচ্ছা প্রকাশ করে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমেদ দীন, রেজিস্ট্রার মো. মফিজ উদ্দিন,
আধুনিক বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন, প্রফেসর ড. রকিব উদ্দিন, প্রক্টর রানা এম. লুৎফুর রহমান পীর, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের হেড অব অডিট এন্ড একাউন্টস মোহাম্মদ কবির আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মো. আনোয়ার আহমেদ আরিফ, মো. শামিমুল ইসলাম, ওয়াহিদা আক্তার, জৈয়নব সরকার, সহকারি রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর হোসাইন এবং তাজ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির রাবেয়া খাতুন চৌধুরী সেন্ট্রাল লাইব্রেরির চীফ লাইব্রেরিয়ান ড. মো. রাশেদুল আজীম এবং লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই সামেনি। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের গবেষণা সহকারি মো. জসিম উদ্দিন।