লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ২০তম সভা ৪ জুন ২০২২ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।
সভায় লিডিং ইউনিভার্সিটির ৬৭ ও ৬৮তম সিন্ডিকেট সভা, পরিকল্পনা ও উন্নয়ন কমিটির বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন, এবং একান্টস ম্যানুয়াল ও পারচেস ম্যানুয়ালসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্তসমূহের অনুমোদন দেওয়া হয়।
সভায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. এম. আর কবির, সদস্য সৈয়দ আব্দুল হাই, প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, সৈয়দ আব্দুল হান্নান, দেওয়ান সাকিব আহমেদ, ট্রাস্টি বোর্ডের সচিব শায়েখুুল হক চৌধুরী এবং আমন্ত্রিত সদস্য হিসেবে মো. আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।