শিক্ষাজীবন পরবর্তী কর্মজীবনেও খেলাধুলার প্রয়োজন রয়েছে
— দানবীর ড. সৈয়দ রাগীব আলী
বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট বিভাগের আয়োজনে এবং লিডিং ইউনিভার্সিটির পৃষ্টপোষকতায় ‘বিকেবি, ক্রিকেট কার্নিভাল সিজন-৩, এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকালে সিলেটের দক্ষিণ সুরমার রাগীব নগরে অবস্থিত রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা উপভোগ করেন এবং প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
বিকেবি, ক্রিকেট কার্নিভাল সিজন-৩ তে মোট ছয়টি দল গ্রুপ পর্যায়ে অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় সিলেট অঞ্চলের টিম সুরমা স্ট্রাইকার্স ও মৌলভীবাজার অঞ্চলের টিম মনু মিস্টেরিয়াস প্রতিদ্বন্দ্বিতা করে। এতে সুরমা স্ট্রাইকার্স টিম ৭০ রানে মনু মিস্টেরিয়াস টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শরীফ মো: তাহাওয়ার হোসাইনের সভাপতিত্বে ও বাংলাদেশ কৃষি ব্যাংক জৈন্তাপুর শাখার ব্যবস্থাপক মলয় সরকার এর পরিচালনায় ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, শিক্ষাজীবনের পরবর্তী কর্মজীবনেও খেলাধুলার প্রয়োজন রয়েছে। মনকে প্রফুল্ল রাখতে এবং কর্মস্থানে কর্মস্পৃহা বাড়াতে খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হলে পারস্পরিক যোগাযোগ ও সুসম্পর্ক তৈরি হয়। প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নে খেলাধুলা বিশেষ ভূমিকা রাখে উল্লেখ করে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট অঞ্চলকে এ প্রতিযোগিতার আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তিনি বলেন, খেলায় বিজয়ী কে হয়েছে সেটা বড় কথা নয় খেলায় অংশগ্রহণে যে উচ্ছাস- উদ্দীপনা তৈরি হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ।
খেলায় বিজয়ীদেরকে অভিনন্দন এবং যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর ড. সৈয়দ রাগীব আলী সবসময়ই খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আনন্দ পান এবং পৃষ্ঠপোষকতা করে থাকেন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে লিডিং ইউনিভার্সিটির পাশে থাকবে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে কৃষি ব্যাংক সিলেট বিভাগের পক্ষ থেকে বিভাগের মহাব্যবস্থাপক লিডিং ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন রাগীব রাবেয়া ফাউন্ডেশন ও লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির পরিচালক এবং লিডিং ইউনিভার্সিটির প্রক্টর মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগের মহাব্যবস্থাপক মো: খোরশেদ আলম, বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফয়জুর রহমান শহীর প্রমূখ।