লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের নবিনবরণ অনুষ্ঠিত

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের নবিনবরণ অনুষ্ঠিত হয়েছে। পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে
নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন পাবলিক হেলথ বিভাগের সহকারি অধ‍্যাপক মোঃ রাশিদুল হাসান। শিক্ষার্থীদের এমপিএইচ প্রোগ্রাম সম্পর্কে ওভারভিউ এবং প্রয়োজনীয় নির্দেশিকা প্রদান করেন সহযোগী অধ‍্যাপক মোসা. হালিমা বেগম। ইনডাকশন সেশন পরিচালনা করেন ডা. সাবরিনা ফরিদা চৌধুরী, প্রভাষক পাবলিক হেলথ বিভাগ।  শুক্রবার (৩০ আগস্ট ২০২৪) ফল ২০২৪ সেমিস্টারের নবীন শিক্ষার্থীরা এই বিভাগে তাদের স্নাতকোত্তর একাডেমিক যাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.