লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে এবং আইইইই লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের আয়োজনে ‘Solving the Problem on Electric Field’ বিষয়ক সেমিনার ১৭ ফেব্রুয়ারি ২০২৫ বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বিভিন্ন বিষয়ে সেমিনার এবং কর্মশালার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে বলেন, দক্ষ মানবসম্পদ তৈরি করায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা দানবীর ড. সৈয়দ রাগীব আলীর স্বপ্ন ছিল। সেথেকেই আজ এই অঞ্চল শিক্ষা নগরীতে পরিনত হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের মাধ্যমেই লিডিং ইউনিভার্সিটি এগিয়ে যাবে এবং তারাই এ বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই ভালো করছে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ সিনিয়র স্কলার আর শিক্ষার্থীদেরকে জুনিয়র স্কলার উল্লেখ করে তিনি শিক্ষার্থীদেরকে মানবীক জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষকদের সাথে সুসম্পর্ক এবং যোগাযোগ বাড়াতে পরামর্শ প্রদান করেন। জ্ঞান তৈরি, জ্ঞানার্জন এবং অর্জিত জ্ঞানকে ছড়িয়ে দেওয়ায় হলো বিশ্ববিদ্যালয়ের এসব স্কলারদের কাজ। তিনি সেমিনারে এসে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য কীনোট স্পীকারকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে কীনোট স্পীকার হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক ড. মো. মহসিনুর রহমান আদনান শিক্ষার্থীদেরকে ‘Solving the Problem on Electric Field’, ‘Mapping in wide Bandgap’ এবং Semicoductor Devices: State of the Art and Future Prospect’ বিষয়ে আলোকপাত করে বক্তব্য প্রদান করেন।
আইইইই লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ এর কাউন্সিলর আফসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া এ আয়োজনকে স্বাগত জানিয়ে ইইই বিভাগের উত্তরোত্তর সফলতা কামনা করেন। ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোর্শেদুল হক অতিথিগণকে ধন্যবাদ জানিয় বলেন, লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের ছাত্র-ছাত্রীরা জ্ঞ্যান চর্চায় দ্রুত এগিয়ে যাচ্ছে, তারা এখন দেশের গন্ডি পেরিয়ে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি সুনামধন্য প্রতিষ্ঠানগুলোতে নিজেদের প্রতিভার মাধ্যমে দেশ এবং দেশের বাইরে লিডিং ইউনিভার্সিটির সুনাম তুলে ধরছে এবং তা লিডিং ইউনিভার্সিটির সকলের সহযোগীতায় সম্ভব হয়েছে।তিনি লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলী স্বপ্ন পূরণে ইইই বিভাগ উপাচার্যের নেতৃত্বে কাজ করবেন বলেও উল্লেখ করেন।
শিক্ষার্থী ফারিয়া হক ফিমা এবং মাহফুজ কাউছার সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান, আইইইই লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার চ্যপ্টারের এডভাইসর জাহিদুল ইসলাম মনি এবং কো-এডভাইসর মোহাম্মদ জালাল উদ্দীন চোধুরী এবং ইইই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান ভবিষ্যতে যৌথ গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনায় সিএসই ও ইইই দুই বিভাগ একসাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন এবং এই ধরনের গঠনমূলক কাজে একে অপরের সহযোগীতা করার ইচ্ছা ব্যক্ত করেন। আইইইই লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার চ্যপ্টারের এডভাইসর জেহাদুল ইসলাম মনি ইইই বিভাগের বিভাগীয় প্রধানকে ধন্যবাদ জানিয়ে আইইইই লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ এবং আইইইই লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার চ্যপ্টার অতীতের ন্যায় একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও আইইই এর কাউন্সিলর আফসানা বেগম। সেমিনারটি আয়োজনে পৃষ্ঠপোষকতায় ছিল স্কাইলার্ক ইন্টারনেশনাল।