লিডিং ইউনিভার্সিটিতে “সিএসই গালা নাইট” অনুষ্ঠিত

লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে মিউজিক্যাল নাইট ‘সিএসই গালা নাইট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) দ্বিতীয়বারেরমতো সিএসই গালা নাইট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, বিশেষ অতিথি হিসেবে লিডিং  ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই এবং সন্মানিত অতিথি হিসেব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে সিএসই বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান শুরুতে সকল অতিথিকে ধন্যবাদ জানান।
এবারের গালা নাইটে লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন  অনুষদের ডীন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম,

ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ সিএসই বিভাগের প্রায় এক শতাধিক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। এই উপলক্ষে পুরো ক্যাম্পাসকে এক দৃষ্টিনন্দন সাজে সজ্জিত করা হয়ছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে গালা নাইটে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানটি বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হয়ে রাতে সকলকে ডিনার পরিবেশনের মাধ্যমে শেষ হয়। পরিশেষে “সিএসই গালা  নাইট-২০২৫” আয়োজক কমিটির আহবায়ক সিএসই বিভাগের সহকারি অধ‍্যাপক সাবিয়া আক্তার ভূঁইয়া সফলভাবে অনুষ্ঠান আয়োজনে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠান সলিড বিল্ডার্স, মেহফিল, হাইটেক কম্পিউটার এবং  সিনামেটোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.