লিডিং ইউনিভার্সিটির নিজস্ব অর্থায়নে পরিচালিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা প্রকল্প পর্যালোচনা করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বরে ২০২২) সকাল ৯টায় লিডিং ইউনিভার্সিটির বোর্ডরুমে ‘Research Project Presentation-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং (CRISP) এর উদ্যোগে লিডিং ইউনিভার্সিটির শিক্ষকদের দশটি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়। লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার সভাপতিত্বে প্রকল্প মূল্যায়ন অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (IQAC) পরিচালক ড. মো. রেজাউল করিম, অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা এবং রিসার্চ এন্ড পাবলিকেশন সেলের পরিচালক মো. রফিকুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক ইঞ্জিনিয়ার জাফর আহমেদ লিমন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক মো. নিয়াজ মোর্শেদুল হক।
চুড়ান্ত পর্যায়ে (Final Evaluation) উপস্থাপিত এবং মূল্যায়নকূত প্রকল্পের মধ্যে ছিল লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাসক মো. সাইফুল ইসলামের ‘Tourists’ Perception toward Promotion of Tourism Destination: Evaluation from Sylhet, Bangladesh’ সহকারি অধ্যাপক মো. সাজেদুল ইসলাম সরকার এবং মো. আশরাফুল ইসলাম চৌধুরীর ‘Development of Hospitality industry in Bangladesh through SME Financing: Evidence from Sylhet Region.’ ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক শাহেদুল আলম খানের ‘Exploring the Dynamism of Competitive Forces and Strategies on IT Industry: A study in Sylhet division.’ ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক ফরহাদ হোসেন এবং মো. আব্দুল মুহিত চৌধুরীর ‘Socio-Economic Impact Industrial Zone in Bangladesh: An Experience from Habigangj Industrial Park, Sylhet.’ সহযোগী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের ‘ Philanthropy in Promoting Evaluation in Bangladesh: A Perspective of Donobir Dr. Syed Ragib Ali.’ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তীর ‘Concrete strengthening using low cost fibre.’ স্থাপত্য বিভাগের অধ্যাপক সৈয়দা জেরিনা হোসেনের, সহযোগী অধ্যাপক শওকত জাহান চৌধুরী, সহকারী অধ্যাপক তানজিমা সিদ্দিকী চাদনী, প্রভাষক প্রভাসক আবু সায়েদ চৌধুরীর ‘Urban Revitalization of Mohajon Potti City Centre Area, Sylhet’.
তাছাড়াও মধ্যবর্তী মূল্যায়ন (Mid-term Evaluation) এর জন্য উপস্থাপিত প্রকল্প ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক নাফিস সুবহানির ‘ Development of High Voltage Gain Impedance Source Converter fo Renewable Energy Applications’. সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাসক মমিনুল ইসলামের ‘Early Hydration and Strength Development Properties Analysis of Green Geo-polymer Binder under Different Curing and Temperature Conditions.’ এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারি অধ্যাপক মো. সাজেদুল ইসলাম সরকারের ‘ Understanding the Role of Micro-Finance for Accelerating Rural Poverty Reduction in Bangladesh: Evidence from Sylhet.’ শিক্ষকদের গবেষণা প্রকল্প উপস্থাপনে মূল্যায়ন কমিটি সন্তুষ্ট প্রকাশ করেন এবং গবেষকদের অবশিষ্ট বরাদ্দকৃত অর্থ পেতে পরামর্শ প্রদান করেন।