শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ভাষা ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ হিসেবে, এবং বাংলা, ইংরেজি এবং অন্যান্য ভাষার জ্ঞান প্রদর্শন করার বিষয়টি প্রাধান্য দিয়ে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের সহযোগিতায় আয়োজন করল দেশের বৃহত্তম ভাষা অলিম্পিয়াড।
বুধবার (৩০ মার্চ ২০২২) সকাল ১১টায় লিডিং ইউনিভার্সিটির রাগীব আলী ভবনে ‘Backman’s 2nd International Language League : English Olympiad’ শীর্ষক এ অলিম্পিয়াডের ডিভিশনাল সিলেকশন রাউন্ড (সিলেট ডিভিশন ) অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় স্ক্রীপ্ট লেখা (দলিয়), সংক্ষিপ্ত গল্প বলা (একক), দেয়াল পত্রিকা (দলিয়), বাংলা বিতর্ক (দলিয়), সংবাদ উপস্থাপন, উপস্থিত বক্তৃতা, কবিতা লেখা ও আবৃতি (একক), সুন্দর হাতের লেখা এবং চরিত্রে অভিনয় বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ডিভিশনাল সিলেক্শন রাউন্ড প্রতিযোগিতায় ইংরেজি সংবাদ উপস্থাপনায় তিতলি দালুকদার দোলা (ইংরেজি বিভাগ ), রাফে তাসপিয়া চৌধুরী (বিবিএ), তুফা হোসেন নোভা (ইংরেজি বিভাগ), বাংলা সংবাদ উপস্থাপনায় ইংরেজি বিভাগের চৈতি চৌধুরী, আশরাফোন নাহার মেমরি, ইশিতা ঘোষ, সিএসই বিভাগের ফারিয়া তানিম, ইংরেজিতে কবিতা লেখা ও আবৃতিতে ইংরেজি বিভাগের শতাব্দী দাশ, নাজহা ফায়াজ, বাংলায় কবিতা লেখা ও আবৃতিতে আইন বিভাগের তমা দেভি, ইংরেজি বিভাগের হেমিকা দত্ত হেমি, ইংরেজিতে উপস্থিত বক্তৃতায় বিবিএর ফায়াজ, ইংরেজি বিভাগের জান্নাতুল ফেরদৌস সুবর্ণা, বিবিএর রিফাত তাসফিয়া চৌধুরী, বাংলায় উপস্থিত বক্তৃতায় স্থাপত্য বিভাগের ফকরুল আমিন মনজু, ইংরেজি বিভাগের নাজমুল হুদা সোয়েব, সিএসইর মো. ইবতিজার রহমান, ফারিহা তাসনীম, বাংলায় বিতর্কে ফকরুল আমিন মনজু, মো. ইবতিজার রহমান, ইংরেজি বিভাগের নিশাদ আনজুম, ইংরেজি বিতর্কে বিবিএর ফাইজা, সারা মুনতাহা, এইমস একাডেমির শিক্ষার্থী সারাফ মাহতাব, চরিত্র অভিনয়ে ইংরেজি বিভাগের প্রীতি দেবনাথ এবং বাংলায় গল্প বলায় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আসিয়া আবেদিন ইলমা সেমিফাইনালে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। তারা শুক্রবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।