লিডিং ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের সহ-প্রতিষ্ঠাতার মৃত‍্যুবার্ষিকী পালন

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সহ-প্রতিষ্ঠাতা মহীয়সী রাবেয়া খাতুন চৌধুরীর অষ্টাদশ মৃত‍্যুবার্ষিকী পালন করেছে লিডিং ইউনিভার্সিটি।
রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের উদ‍্যোগে মঙ্গলবার (১২ ডিসেম্বর ২০২৪) সকালে খতমে কোরআন, সকাল সাড়ে ১০টায় মরহুমার কবরে দানবীর ড. সৈয়দ রাগীব আলী ও পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং কবরস্থান সংলগ্ন লিডিং ইউনিভার্সিটির জামে মসজিদে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব সৈয়দ হাফিজ মুহাম্মদ আশরাফ আলী। পরবর্তীতে লিডিং ইউনিভার্সিটির জামে মসজিদের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং এতে দোয়া পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটি জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুল কাদির।
লিডিং ইউনিভার্সিটির উদ‍্যোগে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ‍্যালারী ১ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ‍্যক্ষ প্রফেসর ডা. মো. আবেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাগীব-রাবেয়া ফাউন্ডেশন ও লিডিং ইউনিভার্সিটি কর্তৃক প্রকাশিত মূল‍্যায়ন ও স্মৃতিচারণ মূলক স্মারক “আলোকময়ী রাবেয়া”এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃক “অমর কীর্তির কিছু স্মৃতি” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ‍্যাপক ড. ফজলে এলাহী মামুন।
অষ্টাদশ মৃত্যুবার্ষিকি উপলক্ষ্যে গ্রামবাসি, লিডিং ইউনিভার্সিটি, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালসহ রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের অন‍্যান‍্য প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিকে শিরনী বিতরণ করেছে রাগীব-রাবেয়া ফাউন্ডেশন এবং লিডিং ইউনিভার্সিটি পরিবার।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশন ও লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। এতে মহীয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ এবং মানুষের প্রতি তাঁর স্নেহ মমতা এবং অত্র এলাকার উন্নয়নে তাঁর অবদান এবং অনুপ্রেরণার কথা উল্লেখ করে বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সদস্য মিসেস সাদিকা জান্নাত চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তাজ উদ্দিন, গনিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাইফুল ইসলাম, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. এ.কে.এম. দাউদ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী,
দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক মো. নজরুল ইসলাম বাসন, লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন এবং লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসেকিউটর এডভোকেট মো. বদরুল আহমেদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানসমূহে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. তারেক আজাদ চৌধুরী, সহকারী অধ‍্যাপক ও লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড সদস্য ডা. সাদিয়া মালিক চৌধুরী, ট্রাস্টি বোর্ড সদস‍্য দেওয়ান সাকিব আহমেদ, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন রুমেল এম এস রহমান পীর, লিডিং ইউনিভার্সিটির পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমেদ, রাগীব রাবেয়া ডিগ্রী কলেজ, পানিউমদা, নবিগঞ্জ এর অধ‍্যক্ষ মো. এনামুল হক, রাজনগর চা বাগানের ম‍্যানেজার মোহসিন খান, মালনিছড়া চা বাগানের ম‍্যানেজার আজম আলী, সিলেটের ডাক পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, বার্তা সম্পাদক সমরোন্দ্র বিশ্বাস সমর, চীফ রিপোর্টার মো. সিরাজুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সিনিয়র রিপোর্টার কাউছার চৌধুরী, নূর আহমদ, সাংবাদিক আনাস হাবিব কলিন্স এবং রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের আমন্ত্রিত প্রতিষ্ঠানসমূহ এবং সন্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দসহ লিডিং ইউনিভার্সিটির₹ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক -শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক মো. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি এবং ব‍্যাংকার তারেশ কান্তি তালুকদার, কবি ও শিক্ষক উত্তম কুমার চৌধুরী, সাবেক কাউন্সিলর নাজনিন আক্তার কনা, লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ‍্যাপক কাজী মো. জাহিদ হাসান, রাগীব -রাবেয়া ফাউন্ডেশন ও লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের গবেষণা কর্মকর্তা জসিম আল ফাহিম, অফিস সহকারি শরিফুল ইসলাম শরিফ, সাবেক শিক্ষার্থী ইউসুফ আলী এবং জকিগঞ্জ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজলু। অনুষ্ঠানে ইসলামিক গজল এবং গান পরিবেশন করেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশন একুশে সম্মাননা ২০২২ প্রাপ্ত গীতিকবি ও শিক্ষক আব্দুল ওহাব মাস্টার।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মাজহারুল ইসলাম আজাদী, মুহতামিম রাগীব রাবেয়া জামেয়া ইসলামিয়া সিদাইরগুল, সাহেব বাজার, সিলেট।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.