চলমান ব্যবসায় জ্ঞানার্জনে শিক্ষার্থীদের জন্য বিজনেস ফেস্ট খুবই গুরুত্বপূর্ণ
— দানবীর ড. সৈয়দ রাগীব আলী
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগিতায় এবং লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তিনদিনব্যাপী বিজনেস ফেস্টের উদ্বোধন করেছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগে এমন একটি অনুষ্ঠানের আয়োজনের জন্য তাদেরকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, চলমান ব্যবসায় জ্ঞানার্জনে শিক্ষার্থীদের জন্য বিজনেস ফেস্ট খুবই গুরুত্বপূর্ণ। উদ্বোধন পরবর্তী তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। এসময় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, ট্রাস্টি বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমেদ, সিলেটের ডাক প্রত্রিকার অতিথি সম্পাদক মো. নজরুল ইসলাম বাসন, লিডিং ইউনিভার্সিটির
বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস ক্লাবের আয়োজনে ‘LUBC 2024 Business Fest’ এর এবারের বিজনেস ফেস্টে রয়েছে Entrepreneurs Day, Inter University Quiz Competition, Inter University 3 Minutes Presentation Competition, Games, Flashmob, Cultural Event and Gala Dinner.