লিডিং ইউনিভার্সিটিতে ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি ২০২২) লিডিং ইউনিভার্সিটির ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবন প্রাঙ্গণে ‘Intra University Photography Exhibition 2022’ অনুষ্ঠিত হয়েছে। দুইটি ক্যাটাগরিতে শতাধিক ফটোগ্রাফির মধ্যে বাছাইকৃত ৬৮টি ফটো এ প্রদর্শনীতে জায়গা করে নেয়। প্রদর্শনীটি বিকাল ৩টায় ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, রেজিস্ট্রার মেজর ( অব) মো শাহ আলম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। প্রদর্শনীটি ঘুরিয়ে দেখান লিডিং ইউনিভার্সিটির ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা শাহ মো. হাসিন শাদ।
প্রদর্শিত ফটোগ্রাফি থেকে ২টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে। মোবাইল ক্যাটাগরিতে প্রথম ফয়সাল ইবনে সুলতান এবং দ্বিতীয় শুভ গোশ্বামী। ক্যামেরা ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় আহনাফ শাহরিয়ার। ফটো নির্বাচনে বিচারক ছিলেন সিলেটের খ্যাতনামা ফটোগ্রাফার আব্দুল মুনায়েম এবং লিডিং ইউনিভার্সিটির ফটোগ্রাফিক সোসাইটির প্রাক্তন উপদেষ্টা শাকির খান।