লিডিং ইউনিভার্সিটিতে প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভুঁইয়ার যোগদান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ  কামরুজ জামান ভুঁইয়া ০১লা ফেব্রুয়ারি ২০২৫ থেকে লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার বিভাগে যোগদান করেছেন। তিনি আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করবেন।

ড. মোহাম্মদ কামরুজ জামান ভুঁইয়া সর্বোচ্চ ডিগ্রিধারী গবেষক ও অধ্যাপক হিসেবে একজন সমাদৃত শিক্ষাবিদ।

লিডিং ইউনিভার্সিটিতে যোগদান করায় তাঁকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী,  এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। এসময় তারা বলেন, লিডিং ইউনিভার্সিটিতে তাঁকে পেয়ে আমরা আনন্দিত এবং গর্বিত। তাঁর জ্ঞান ও অভিজ্ঞতায় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমৃদ্ধ হবেন এবং তাঁর একাডেমিক শিক্ষা ও গবেষণালব্দ জ্ঞান লিডিং ইউনিভার্সিটিকে আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

লিডিং ইউনিভার্সিটিতে যোগদানের পূর্বে ড. মোহাম্মদ  কামরুজ জামান ভুঁইয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও ফলিত পরিসংখান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বপালন করেন। বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টি, বিতরণ এবং মানুষের সকল সৃজনশীল কর্মযজ্ঞের সূতিকাগার উল্লেখ করে প্রফেসর ড. মো. কামরুজ্জামান ভুঁইয়া বলেন, শিক্ষক ও ছাত্র সমাজ একে অপরের পূরিপূরক। সুশিক্ষা প্রদানের লক্ষ্যে আমাদের যত্নশীল ও নিষ্ঠাবান ভূমিকা এই বিশ্ববিদ্যালয়কে অচিরেই একটি আধুনিক, যুগোপযোগী ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠে রুপান্তরিত করবে। তিনি বলেন, গ্রামীণ মনোরম পরিবেশে বৃহত্তর সিলেটের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ লিডিং ইউনিভার্সিটি প্রতিষ্ঠা ড. সৈয়দ রাগীব আলীর অনন্য আধুনিক শিক্ষা বিপ্লবকেই নির্দেশ করে। এ বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গনে সগৌরবে দাঁড়িয়ে থাকা ভাষা আন্দোলনের স্মৃতিবাহী সুবৃহৎ শহীদমিনার বাঙ্গালি জাতির অপরাজেয় স্বকীয়তাকেই প্রদর্শন করছে। লিডিং ইউনিভার্সিটি পরিবারের একজন সদস্য হতে পেরে আমি আনন্দিত। আমার দায়িত্বপালনে  ট্রাস্টি বোর্ড, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতা কামনা করছি।

কর্মজীবনে প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভুঁইয়া ২০০২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি পরিসংখ্যান বিভাগে প্রভাষক হিসেবে  যোগদান করেন এবং  ২০১৬ সাল হতে উক্ত বিভাগে অত্যন্ত সুনামের সাথে প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।

শিক্ষাজীবনে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচ এস সি পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ হতে অনার্স এ প্রথম শ্রেণিতে প্রথম এবং মাস্টার্স এ প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ‘Small Area Estimation on Child Nutrition’ এর উপর  ২০১৯ সালে পিএইচডি ডিগ্রী লাভ করেন।

ইতিমধ্যে তাঁর ৪০টি গবেষণাকর্ম বহুল প্রচারিত জার্নালে দেশী-বিদেশী বিশ্ববিদ্যালয় ও সংস্থা থেকে প্রকাশিত হয়। তিনি দেশ এবং দেশের বাইরে বিভিন্ন কনফারেন্স ও সেমিনারে অংশগ্রহন করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.