সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির পক্ষ থেকে ১লা বৈশাখ শুক্রবার বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে লিডিং ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের আয়োজনে উপাচার্য প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী এর নেতৃত্বে পাঞ্জাবি-শাড়ির সাজে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন প্রধান সরক প্রদক্ষিন করে বন্দর বাজারস্থ মধুবন মার্কেটের সামনে এসে শেষ হয়। এতে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম আলী আক্কাসসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, শিক্ষকবৃন্দ, সকল ক্লাব উপদেষ্টা, কর্মকর্তাবৃন্দ, ছাত্রছাত্রী ও ক্লাব সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। শোভাযাত্রা শেষে লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের আয়োজনে মধুবন ভবনের অডিটোরিয়ামে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়। কালচারাল ক্লাবের উপদেষ্টো চৌধুরী তাবস্সুম শাকিলা আমন্ত্রিত অতিথিদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাগত জানান। নতুন বছরের আগমন সবার জন্য সুখ ও সমৃদ্ধির বার্তা বয়ে আনুক এবং পুরাতন গ্লানিকে মুছে ফেলে নব উদ্যমে কাজ করার আহবান জানান উপাচার্য উপাচার্য প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী। দিনব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈশাখী গান, নৃত্য, কবিতা আবৃতি, বাংলার ভাটিয়ালী, ভাওয়ালী, রবিন্দ্র সংগীত, নজরুলগীতিসহ লিডিং ইউনিভার্সিটির দুটি ব্যান্ড অরফিয়াস এবং ব্যান্ড কমিউনিটি বিভিন্ন ব্যান্ড সংগীত পরিবেশন করে।