লিডিং ইউনিভার্সিটিতে
‘উচ্চশিক্ষার ক্রমাগত উন্নয়ন ও রুপান্তর’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘উচ্চশিক্ষার ক্রমাগত উন্নয়ন ও রুপান্তর’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেইনিং বিষয়ে সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে অনুষ্ঠিত ‘Higher Education Acceleration and Transformation (HEAT)’ প্রজেক্ট উপস্থাপন বিষয়ক সেমিনার লিডিং ইউনিভার্সিটির বোর্ডরুমে মঙ্গলবার (০৫ নভেম্বর ২০২৪) অনুষ্ঠিত হয়। এতে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
সেমিনারে ‘HEAT’ প্রজেক্ট উপস্থাপন করেন লিডিং ইউনিভার্সিটির আইকিউএসি এর পরিচালক এবং কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম। উপস্থাপনা শেষে এতে আলোচনা করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন রুমেল এম. এস. রহমান পীর, রেজিষ্ট্রার মো. মফিজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমেদ, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, ইইই বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শাম্মি আক্তার, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মহসিন আলী, আইন বিভাগের প্রভাষক মো. আশরাফ উদ্দিন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এ আর এম কামরুজ্জামান প্রমুখ।