লিডিং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো চাকরি মেলা

বেকারত্ব দূরীকরনে চাকরি মেলার গুরুত্ব অপরিসীম
….. দানবীর ড. সৈয়দ রাগীব আলী।

জার্নিমেকারজবসের আয়োজনে লিডিং ইউনিভার্সিটিতে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (২৬ নভেম্বর) সকাল ১০টায় লিডিং ইউনিভার্সিটি, রাগীব নগরে চাকরি মেলা-২০২৪ এর কার্যক্রম শুরু হয়।
চাকরি মেলার বিভিন্ন স্টল  পরিদর্শন করেছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। এসময় তিনি উদ‍্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, বেকারত্ব দূরীকরনে আপনাদের ভূমিকা প্রশংসনীয়। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে বৈষিক চ‍্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে দক্ষ করে তুলতে হবে।
এসময় ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, সিলেটের ডাক পত্রিকার অতিথি সম্পাদক মো. নজরুল ইসলাম বাসন, লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের চাকরি মেলায় পেশাগত ক্ষেত্রে চাকরিপ্রার্থী এবং নিয়োগকর্তাদের একত্রিত করে একে অপরের চাহিদা ও প্রত্যাশা পূরণ করতে দেশের প্রায় ২৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের ২০০টির মত শুন্যপদ নিয়ে উপস্থিত ছিল।
এই ইভেন্টটি স্পন্সর করেছে কয়েকটি  প্রতিষ্ঠান, যার মধ্যে টাইটেল স্পন্সর হিসেবে ছিল এডুকেশন এট গোল্ড স্পন্সর অর্কিড এসোসিয়েট এবং সিলভার স্পন্সর হিসেবে ছিল অফস্পেস ডিজিটাল এজেন্সি, স্কাইলার্ক ইন্টারন্যাশনাল, ই-মার্জ বাংলাদেশ, স্ট্যালিয়নস গ্রুপ কনসালটেন্সি, এডুকোয়েস্ট, সিঙ্ক আইটি,ফেইথ আইটি এবং নেভিগেটর বাংলাদেশ। এবারের চাকরি মেলার সার্বিক তত্বাবধানে ছিল লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাব।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.