বিগত সকল রেকর্ড ভাঙা এই বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে তারা তহবিল সংগ্রহ করে সিলেট ও সুনামগঞ্জ জেলার অসহায় মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী।
ইতোমধ্যে সিলেটের বিশ্বনাথ এবং কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকার বন্যা কবলিত অসহায় পরিবারের মধ্যে শুকনো এবং রান্না করা খাবার, বিশুদ্ধ পানি, খাবার সেলাইন এবং অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করেছেন লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবের সদস্যরা।শিক্ষার্থীদের এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন তারা।
লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই কার্যক্রমে উৎসাহ দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, বিশ্ববিদ্যালয়ের সোস্যাল সার্ভিসেস ক্লাবের উপদেষ্টা মিসেস রুমপা শারমিনসহ অন্যান্য ক্লাব উপদেষ্টাবৃন্দ।