বন্যা দূর্গত এলাকার মানুষদেরকে সহযোগিতার জন্য সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি অনুদান প্রদান করেছে।
মঙ্গলবার (২৭ আগস্ট ২০২৪) সকাল ১১টায় লিডিং ইউনিভার্সিটির বোর্ডরুমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মানবিক সহায়তা করার উদ্দেশ্যে লিডিং ইউনিভার্সিটির সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ এ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।