ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি গত ১৭ এপ্রিল ২০১৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান চৌধুরী। বাঙালী জাতির ইতিহাসে মুজিবনগর দিবসের তাৎপর্য বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতায় ১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়া জেলার মেয়েরপুরের আ¤্রকাননে গঠিত মুজিব নগর সরকারের ভূমিকা অবিস্মরণীয়। সেই প্রেরণায় আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সর্বস্তরে দেশের অগ্রগতিতে সহায়ক ভূমিকা রাখছে। তিনি যথাযথভাবে তাঁর বক্তব্যে এই দিবসের মর্যাদার উপর আলোকপাত করেন।
লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. খন্দকার মো: মুমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামজিক বিজ্ঞান অনুষদের ডীন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম আলী আক্কাস ও আর্কিটেক্চার বিভাগের উপদেষ্ঠা প্রফের চৌধুরী মোস্তাক আহমেদ। এতে আরও বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক রুম্পা শারমিন ও শিক্ষার্থী তানভীর আহমেদ তরফদার। লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক কাজী মো: জাহিদ হাসানের উপস্থাপনায় এতে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, পরিচালক আইকিউএসি, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।