লিডিং ইউনিভার্সিটির মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত তিনদিনব্যাপী লিডিং ইউনিভার্সিটির আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২২ এর কার্যধারা পরিদর্শন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। পরিদর্শনকালে তিনি এবারের সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে বিষয়ভিত্তিক কথা বলেন।
রোববার (১৮ সেপ্টেম্বর ২০২২) পরিদর্শনের সময় লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক, রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, প্রক্টর মো. রাশেদুল ইসলাম, লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন (এলইউমুনা) এর উপদেষ্টা মানফাত জাবিন হক এবং প্রেসিডেন্ট মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।