- This event has passed.
Tech Storm 2
July 29, 2017 @ 8:30 am - 5:00 pm
“লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব” লিডিং ইউনিভার্সিটির অন্যতম একটি ক্লাব। প্রতিবছরই এই ক্লাব অনেকগুলো শিক্ষনীয় ইভেন্ট আয়োজন করে থাকে। উল্লেখ্য গত ৬ ও ৭ এপ্রিল ২০১৬ ইং এই ক্লাব অত্যন্ত সফল ভাবে আয়োজন করেছিলো Tech Storm ইভেন্ট। ওই ইভেন্টে অন্তর্গত ছিলো Project Showcasing, Online Treasure Hunt আর Typing Typhoon। এরপর গত ১০ এপ্রিল থেকে ১২ এপ্রিল ২০১৭ ইং এই ক্লাব আয়োজন করে আরেকটি সফল ইভেন্ট Leading University Gaming Fest 2017 । ওই ইভেন্টে অন্তর্গত ছিলো FIFA 16,Call of Duty 4,Need for Speed Most Wanted (NFS MW),DX Ball 2। এরই ধারাবাহিকতায় লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব এর বর্তমান কমিটি আয়োজন করতে যাচ্ছে এই কমিটির প্রথম ইভেন্ট Tech Storm 2 । ইভেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুলাই ২০১৭ ইং রোজ শনিবার সকাল ৯ঃ৩০ ঘটিকায় লিডিং ইউনিভার্সিটির রংমহল ক্যাম্পাসের নবম তলায়। এই ইভেন্টে অন্তর্গত থাকবে Inter University Programming Contest, ICT Quiz Contest, Logo Design Contest and T-Shirt Design Contest। সকাল ১০টা থেকে Inter University Programming Contest শুরু হবে। অংশগ্রহণকারীদের টি-শার্ট, লাঞ্চ, ব্রেকফাস্ট আর প্রত্যেকের জন্য আলাদা করে আইডি কার্ড প্রদান করা হবে। এছাড়াও ICT Quiz Contest এ ৪০ মিনিট সময়ের মাঝে ৫০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। ICT Quiz Contest শুরু হবে দুপুর ২ঃ৩০টা থেকে। উল্লেখ্য Logo Design Contest and T-Shirt Design Contest এ যে কেউ অংশগ্রহন করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। ফেইসবুকে Tech Storm 2 নামে একটি ইভেন্ট খোলা হয়েছে। বিস্তারিত জানার জন্য নির্দিষ্ট পেইজে ভিজিট করলেই হবে। রয়েছে প্রথম ও দ্বিতীয় পুরষ্কার। বিজয়ীদের জন্য থাকছে প্রাইজ মানি আর আকর্ষণীয় সব পুরষ্কার। বিকাল ৩ঃ২০ ঘটিকা থেকে ৫ ঘটিকা পর্যন্ত পুরষ্কার বিতরন ও সমাপনী বক্তৃতা প্রদান করা হবে।