Loading Events

« All Events

  • This event has passed.

Stand for Monsur, Save life…

February 13, 2016 - February 14, 2016

লিডিং ইউনিভার্সিটি’র ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মনসুর ব্রেইন টিউমারে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য প্রায় ১৫ লক্ষ টাকার প্রয়োজন, যা তাঁর পরিবারের একার পক্ষে বহন করা অসম্ভব। মনসুর এর ব্যাপারে কথা বলার জন্য যখন তার বাবার সাথে যোগাযোগ করা হয়, তখন তিনি বলেন, “আমি অবসর প্রাপ্ত বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক। সন্তানকে মানুষ করার লক্ষে ভর্তি করি লিডিং ইউনিভার্সিটিতে। বিগত দিনগুলিতে তার ভাল ফলাফলের জন্য বিনা বেতনে পড়ালেখার সুযোগ পায় আমার ছেলে। কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে উঠে যখন তার মাথায় টিউমার বলেন ডাক্তার। প্রায় ১বছর চিকিৎসা করে কোন উপকারে আসে নাই। যা টাকা ছিল তা শেষ হয়ে গেছে ডাক্তার আর কবিরাজের পিছনে। আজ আমি অসহায়। চিকিৎসারর অভাবে মারা যেতে পারে আমার ছেলে। এখন আমি তোমাদের উপরই ছেঁড়ে দিচ্ছি আমার ছেলের দায়িত্ব। তোমরা যদি কিছু কর, তাহলেই মনসুর বাঁচবে। এছাড়া এখন আমাদের আর কোন পথ খোলা নেই। এখন তোমরা যদি আমার ছেলের জন্য কিছু কর।” আমাদের একার পক্ষে কাজটা অনেক কঠিন এবং সময় সাপেক্ষ। তাই লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের অনুরোধ করছি বিষয়টি একটু গুরুত্তের সাথে বিবেচনা করে মনসুরের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য। কারণ মনসুরের দায়িত্ব এখন শুধু মাত্র তার পরিবারের নয়, এই দায়িত্ব এখন আমার, আপনার, আমাদের সকলের। আমাদের সামান্যতম প্রচেষ্টায় মনসুর ফিরে পেতে পারে তার নতুন জীবন। তাই আসুন আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াই।
সাহায্যের জন্য যোগাযোগ করুন:
ফোন:ইমতি:০১৬৭৪৭১৪০৫৬,ত্রিদিব:০১৭১৭৬৮৩১০০,মুবিন:০১৬১৮৬০২২২২।
বিকাশ:০১৬৭৭০১৬৩২৫

Details

Start:
February 13, 2016
End:
February 14, 2016
Website:
https://www.facebook.com/events/1662860733931640/

Organizer

Leading University Social Services Club