Loading Events

« All Events

  • This event has passed.

মিথিলা’র জন্য ভালোবাসা

March 30, 2017 @ 2:00 pm - 10:00 pm

TK: 150

মিথিলা, ৩ বছরের ফুটফুটে বাচ্চা মেয়েটি তাঁর হার্টে ছিদ্র নিয়ে বেড়ে উঠছে। যেখানে দ্রুত অস্ত্রপ্রচারের মাধ্যমে তাকে সাড়িয়ে তোলা প্রয়োজন, সেখানে তার বাবা-মা বলতে গেলে হিমশিম খাচ্ছেন মিথিলা’র এই ব্যায়বহুল রোগের চিকিৎসার খরচ যোগাড় করতে। তাঁদের পক্ষে যতটুকু করা সম্ভব ছিল, এর সবটুকুই তাঁরা করে যাচ্ছেন বাবা-মা হিসেবে। কিন্তু মিথিলা’র চিকিৎসার বাবদ যে পরিমাণ অর্থের প্রয়োজন, তাঁদের একার পক্ষে সেটা বহন করা সম্ভব নয়।
হয়ত মিথিলার বাবা-মা’, এই দুই জনের জন্য টাকার পরিমাণটা অনেক। কিন্তু আমরা সবাই যদি আমাদের সামর্থ্য অনুযায়ী মিথিলার পাশে দাড়াই, তাহলে ৩ লাখ টাকা কি খুব বেশী কিছু ?

এই চিন্তাভাবনা থেকেই আমরা লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব মার্চ মাসের ৩০ তারিখে আয়োজন করতে যাচ্ছি ‘মিথিলার জন্য ভালোবাসা’ শীর্ষক একটি চ্যারিটি কনসার্ট, যেখানে পারফর্ম করবে ‘জলের গান’ ! ! !

কনসার্ট উপলক্ষে টিকেট বিক্রয় থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ চলে যাবে মিথিলা’র চিকিৎসা বাবদ ফান্ডে। আমার, আপনার, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে ছোট্ট মিথিলাকে আবার সুস্থভাবে তার বাবা-মা’র বুকে ফিরিয়ে দিতে।

ভেন্যু : কবি নজরুল অডিটোরিয়াম, রিকাবীবাজার, সিলেট।

টিকেটের শুভেচ্ছা মূল্য : ১৫০ টাকা মাত্র।

টিকেট প্রাপ্তির স্থান :

1. LUSSC booth, 7th floor,Surma Tower.
2. LUSSC booth, ground floor, Rongmohol Tower.
3. The Hanger, Shop No : 07, Ground Floor, Eligent Tower, Zindabazar, Sylhet, 3100.

যেকোন প্রয়োজনে,

লাবিব : ০১৬৮৩ ২৭ ৬৬ ৫৫
আজিজ : ০১৭১৭ ১৩ ১১ ১১
নাহিয়ান : ০১৬৮৬ ৭৪ ০৮ ৩৬

Details

Date:
March 30, 2017
Time:
2:00 pm - 10:00 pm
Cost:
TK: 150
Website:
https://www.facebook.com/events/278093382602676/

Organizer

Leading University Social Services Club

Venue

Kobi Nazrul Auditorium

Rikabi Bazar

Sylhet,

+ Google Map